শেরপুরের নকলায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৭২ বস্তা (আট হাজার ১৬০ কেজি) চাল জব্দ করা হয়েছে।
উপজেলার চন্দ্রকোনা বাজারের চঞ্চল মিয়ার দোকান থেকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে চালের বস্তাগুলো জব্দ করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চন্দ্রকোনা বাজারের চঞ্চলের গোডাউনে অভিযান চালানো হয়। সেখান থেকে ৩০ কেজির ২৭২ বস্তা চাল জব্দ করা হয়।
‘এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। জব্দ করা চাল সরকারি খাদ্যগুদামে নেয়া হয়েছে, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।’
এ কর্মকর্তা আরও জানান, রোববার ডিলার শাহ লুৎফর রহমান ও আমিনুল হক খাদ্যবান্ধব কর্মসূচির চাল তাদের চন্দ্রকোনা মধ্যবাজারের গোডাউনে নিয়ে রাখেন, কিন্তু শনিবার রাতের অন্ধকারে কিছু চাল উপকারভোগীদের মধ্যে বিতরণ শেষে ২৭২ বস্তা চাল চঞ্চলের কাছে বিক্রি করেন তারা।