বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরকারকে বিদায় করতে পারলে এসব মামলা-রায় উড়ে যাবে: ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৪ আগস্ট, ২০২৩ ১৭:৩০

মির্জা ফখরুল বলেন, ‘এই যে মামলা মোকাদ্দমা, এই রায় সবকিছু উড়ে চলে যাবে, যদি আমরা এই সরকারকে বিদায় করতে পারি। আসুন আমরা ঐক্যবদ্ধ সামনে এগিয়ে যাই।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের মামলার রায়ের প্রতিবাদে সমাবেশে এসে সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারকে বিদায় করতে পারলে এসব মামলা উড়ে চলে যাবে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে এই সমাবেশ করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘এই যে মামলা মোকাদ্দমা, এই রায় সবকিছু উড়ে চলে যাবে, যদি আমরা এই সরকারকে বিদায় করতে পারি। আসুন আমরা ঐক্যবদ্ধ সামনে এগিয়ে যাই।’

বিএনপি মহাসিচব বলেন, ‘আমরা রাস্তায় নেমেছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে অধিকার গ্রহণের জন্য লড়াই করছি। আমাদের মানুষ টেকনাফ তেতুলিয়া থেকে, গ্রাম-গ্রামাঞ্চল থেকে ছুটে এসেছেন।’

সমাবেশে যোগ দেয়া সবাইকে দেখিয়ে তিনি বলেন, ‘ওখানে আমাদের বন্ধুরা দাঁড়িয়ে আছেন। আমাদের ভাইয়েরা, তারা একটা জিনিসই চায়-সরকারের পতন।

‘আমাদের ফিরে যাওয়ার কোনো পথ নাই। আমাদের অস্তিত্বের জন্য। জাতির অস্তিত্বের জন্য আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে একটা জনগণের রাষ্ট্র, জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট গঠন করতে। এটাই আমাদের দাবি।’

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে দেশের মানুষ জেগে উঠেছে বলে মনে করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘যারা বাংলাদেশকে একটি ফ্যাসিবাদের রাষ্ট্র হিসেবে পরিণত করেছে, তারা দেশের মানুষের শত্রু, স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু।

‘তাদের (সরকার) পদত্যাগের দাবিতে যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, ভোটাধিকার পাবার জন্য দিনের পর দিন আন্দোলন করেছে, তিনি তারেক রহমান।’

মহাসচিব বলেন, ‘ক্ষমতাবলে তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলার রায় হয়েছে। অথচ শেখ হাসিনা ও তার দলের নেতা-কর্মীর বিরুদ্ধেও প্রচুর মামলা ছিল।’

তিনি বলেন, ‘তারেকক রহমানের সহধর্মিণী, যার পারিবারিক সম্পত্তি ১০ হাজার কোটি টাকা, তাকে ৩৫ লাখ টাকার মামলা দেয়া হয়েছে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানকে মামলা দিয়েছে, কীসের? দুর্নীতির! আজকে যিনি অবৈধ ক্ষমতা দখল করে আছেন, তার বিরুদ্ধে প্রচুর মামলা ছিল দুর্নীতির।

‘সেগুলো তো এই বিচার ব্যবস্থাকে ব্যবহার করে পাঠিয়ে দিয়েছেন। পত্রপত্রিকায় তার দুর্নীতির ব্যাপারে বহু ছাপা হয়েছে। তিনি পিঠে দিয়েছেন কুলো, কানে দিয়েছেন তুলো।’

তিনি বলেন, ‘আমাদের নেতাদের যাদের সাজা দেয়ার ব্যবস্থা করেছেন, তার আগে চিন্তা করবেন এই দেশের মানুষ আপনাদের হিসাব নেবে। জবাবদিহি করতে হবে।

‘কত ভয়াবহ এরা। সাতক্ষীরার হাবিব এমপি ছিলেন। তিনি ঢাকায় ছিলেন, তাকে সাতক্ষীরার মিথ্যা মামলায় ৭০ বছর জেল দিয়েছে। ঈশ্বরদীর মিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছে। এভাবে মৃত্যুদণ্ড দিয়ে, কারাগারে পাঠিয়ে, কারাদণ্ড দিয়ে আপনারা আমাদেরকে স্তব্ধ করতে পারবেন না।’

‘ফয়সালা হবে কোন পথে’-‘রাজপথে’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন বিএনপি মহাসচিব।

এ বিভাগের আরো খবর