বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

'ভিডব্লিউবি' কার্ড বিতরণে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে

  • টেকনাফে (কক্সবাজার) প্রতিনিধি   
  • ২১ আগস্ট, ২০২৫ ২১:২২

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সরকার প্রদত্ত ভিডব্লিউবি ৩০ কেজি চালের কার্ড বিতরণের সময় প্রকাশ্যে এক কেলেঙ্কারির ঘটনা ঘটে। এ সময় এক মহিলা ইউপি সদস্য উত্তেজিত হয়ে গালিগালাজ করে দুই শতাধিক কার্ড পানিতে ফেলে দেন।

তিনি হ্নীলা ইউনিয়ন পরিষদের ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য নাসরিন পারভীন কবির।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি বলেন,

“ঘটনাটি আমার নজরে এসেছে। এখন পর্যন্ত যা জেনেছি, মহিলা ইউপি সদস্য নিজের নামেও কার্ড নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগ রয়েছে, হ্নীলা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য নাসরিন পারভীন কবির নিজের নামে এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের নামে একাধিক চালের কার্ড বরাদ্দ নিয়েছেন। পরে কার্ড বিতরণের সময় তিনি উত্তেজিত হয়ে প্রায় দুই শতাধিক কার্ড পানিতে ছুঁড়ে ফেলেন। এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং ঘটনাস্থলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে চাইলে হ্নীলা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য নাসরিন পারভীন কবির বলেন,

“আমি নিজের নামে কার্ড করেছি এটা সত্যি। আমার রাগ উঠে গিয়েছিল বলেই কার্ডগুলো পানিতে ফেলে দিয়েছি। কারণ চেয়ারম্যান আমাদের সঙ্গে সমন্বয় করে কাজ করেন না। তিনি আমার অনেক কার্ড বাতিলও করে দিয়েছেন। ফেলে দেওয়া কার্ডের সংখ্যা দুই শতাধিকের বেশি হবে। আমার এবং মেয়ের নামে কার্ড করার বিষয়টিও ঠিক আছে। আসলে এসব কার্ড আমি অসহায় মেয়েদের জন্যই করেছি।”

ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় কার্ড বিতরণের সময় ওই ইউপি সদস্য নিজ হাতে সরকারি চালের কার্ড ছিঁড়ে ফেলে পানিতে নিক্ষেপ করছেন। এ দৃশ্য জনমনে ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, “সরকারের দেওয়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিডব্লিউবি চালের কার্ড প্রকৃত দরিদ্রদের হাতে না গিয়ে জনপ্রতিনিধির আত্মীয়-স্বজন ও প্রভাবশালীদের দখলে চলে যায়। এবার সেটির নগ্ন প্রমাণ মিলেছে আজকে।”

হ্নীলা ইউনিয়নের মোঃ জুনায়েদ বলেন,

“সরকারের পক্ষ থেকে VWB প্রোগ্রামের আওতায় গরিব ও মেহনতী মানুষের জন্য ৩০ কেজি চালের কার্ড বরাদ্দ থাকে। কিন্তু ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য নিজেই সেই কার্ড নিচ্ছেন। শুধু তাই নয়, নিজের মেয়ে ও দেবরের স্ত্রীসহ আত্মীয়দের নামেও কার্ড নিয়েছেন। এতে প্রকৃত গরিব মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আজ তিনি শত শত কার্ড ফেলে দিয়ে আসলে গরিব মানুষের পেটে লাঠি মারলেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও তার শাস্তি দাবি করছি।

এ বিভাগের আরো খবর