বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরাইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া   
  • ২৫ জুলাই, ২০২৩ ১৯:০০

ওসি এমরানুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।’

সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে ওই ঘটনা ঘটে।

সংঘর্ষ সকাল ৮টার দিকে শুরু হয়ে অন্তত তিন ঘণ্টা চলে। পরে পুলিশ এসে পাঁচজনকে আটক করে।

সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানান, পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের নুর আলী-আইয়ুব গ্রুপ এবং মতি-জাফর গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে তুচ্ছ ঘটনায় নুর আলী-আইয়ুব গ্রুপের লোকজন মতি-জাফর গ্রুপের লোকজনকে ডাকে। পরে উভয় পক্ষ ধারাল অস্ত্র, লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পাকশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাউসার হোসেন বলেন, ‘আলী-আইয়ুব গ্রুপ ও মতি-জাফর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে শুনে পুলিশে খবর দেই। তারা কেউই কথা শুনে না।’

ওসি এমরানুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। পুলিশ মোতায়েন রয়েছে।’

এ বিভাগের আরো খবর