মানিকগঞ্জ সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের জাল নাগরিক সনদপত্র তৈরির অপরাধে তিন জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় অবস্থিত পাসর্পোট অফিসের সামনে থেকে সদর উপজেলার নির্বাহী অফিসার শেখ মেজবাহ-উল-সাবেরিন তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা জাহাঙ্গীরনগর এলাকার মানিক মিয়ার ছেলে সোহানুর রহমান (২২) এবং পৌরসভার বেউথা এলাকার ফরহাদ হোসেনের ছেলে আরিফ হোসেন (৩৬) ও পৌরসভার পশ্চিম উড়িয়াজানি এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে মনির হোসেন (৪৫)। এদের মধ্যে আরিফ হোসেন ও মনির হোসেন (দালাল)।
জানা যায়, আসল কাগজপত্রে ঝামেলা থাকায় ১৬ হাজার টাকার শর্তে পাসর্পোট তৈরি করতে পৌরসভার বেউথা এলাকার আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগ করে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা জাহাঙ্গীরনগর এলাকার সোহানুর রহমান। এরপর আরিফ হোসেনের পরামর্শে জাল নাগরিক সনদপত্র তৈরি করে মনির হোসেন। কিন্তু সহকারী কমিশনার প্রশিক্ষণে থাকার পরও ভুলক্রমে জাল নাগরিক সনদপত্রে সহকারী কমিশনার ভূমির সই ও নাম-পদবী ব্যবহার করে আরিফ হোসেন ও মনির হোসেন। এরপর নতুন করে আরেকটি জাল নাগরিক সনদপত্র তৈরি করে এবং সেখানে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ-উল-সাবেরিনের সই ও নাম-পদবী ব্যবহার। পরে বিষয়টি উপজেলা নির্বাচন অফিসের নজরে আসলে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও পুটাইল ইউনিয়ন পরিষদের প্রশাসক শেখ মেজবাহ-উল-সাবেরিনকে অবগত করা হয়। পরে ইউএনও শেখ মেজবাহ-উল-সাবেরিন অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন।
ইউএনও শেখ মেজবাহ-উল-সাবেরিন জানান, জিজ্ঞাসাবাদে জাল নগরিক সনদপত্র তৈরি করে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সই ও নাম পদবী কথার স্বীকার করেছে। পরে আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। জাল নগরিক সনদপত্র তৈরি করে বিভিন্ন সরকারি দপ্তরে সুবিধা নিচ্ছে বলেও তিনি জানান।
মনিকগঞ্জ সদর থানার ওসি এস.এম.আমান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। মামলার পর আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।