রাজধানীর মিরপুরের সরকারি বাংলা কলেজ এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ওই ঘটনা ঘটে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বিএনপির পদযাত্রা থেকে উসকানি দিয়েছে। এরপর কলেজের ভেতর থেকে ঢিল নিক্ষেপ করা হয়। এ থেকে শুরু হয়ে গেছে ঝামেলা।’
তিনি আরও বলেন, ‘কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
এদিকে কলেজের শিক্ষার্থীরা জানান, সংঘর্ষের মধ্যে পড়ে তাদের অনেকের প্রবেশপত্র ছিঁড়ে গেছে। শিক্ষার্থীদের মারধর করারও অভিযোগ উঠে।