দক্ষিণ আফ্রিকায় শামীম শিকদার নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। একদল সন্ত্রাসী বাংলাদেশ সময় সোমবার রাত ১২টার দিকে জোহানেসবার্গে এই হত্যাকাণ্ড ঘটায়।
৪০ বছর বয়সী নিহত শামীম শিকদার মাদারীপুরের শিবচর পৌরসভার আনিছ শিকদারের ছেলে। তার পরিবারে স্ত্রী ও চার সন্তান রয়েছে।
নিহতের পরিবার জানায়, প্রায় ১৪ বছর আগে পরিবার নিয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান শামীম শিকদার। জোহানেসবার্গ শহরে তিনি একটি মুদি দোকান চালাতেন।
সোমবার রাতে একদল সন্ত্রাসী তার দোকানে এসে চাঁদা দাবি করে। শামীম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ শামীমকে ফজলুরাস হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শামীমের বাবা আনিছ শিকদার বলেন, ‘গতকাল আমার ভাইয়ের ছেলে আমাকে এ ঘটনা জানায়। আমার ছেলেকে সন্ত্রাসীরা মেরে ফেললো! আমাদের একটাই দাবি- অন্তত ছেলের মুখটা যেন দেখতে পাই। সরকারের পক্ষ থেকে ওর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক।’
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম বলেন, ‘আমরা এখনও এ বিষয়ে খবর পাইনি। আমরা খোঁজ-খবর নিচ্ছি। আমাদের পক্ষ থেকে ওই পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।’