ঢাকা-১৭ আসনে আসন্ন উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোহাম্মদ এ. আরাফাত বলেছেন, ‘রাজনীতি মানুষের কষ্ট লাঘবের জন্য। একজন রাজনীতিবিদ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে আমি সেই কাজই করতে চাই। নির্বাচিত হলে সব নাগরিক সুবিধা নিশ্চিতকরণ কাজ করবো।’
শনিবার রাজধানীর ভাষানটেক বস্তি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
আরাফাত বলেন, ‘ভাষানটেক বস্তিবাসীর পানি ও রাস্তাঘাটের সমস্যা আছে। ক্ষতিগ্রস্ত হয়ে অনেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। আমাকে যদি আপনারা সুযোগ দেন তাহলে পুনর্বাসন প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার ক্ষেত্রে কাজ করবো। একইসঙ্গে এখানে যে পানি ও রাস্তাঘাটের সমস্যা আছে যেগুলো ধাপে ধাপে সমাধান করবো।’
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি এম ওয়াকিল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদসহ সহযোগী-সমমনা সংগঠনের নেতাকর্মীরা।