রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের মেডিক্যাল স্টাফ কোয়াটারের একটি ঘর থেকে মো. মাজহারুল ইসলাম (রানা) নামে ২৬ বছর বয়সী এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত মাজহারুল ইসলামের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার দিগলদী গ্রামে। তিনি ওই গ্রামের শফিউল্লাহ ভুঁইয়ার ছেলে। রাজধানীর সিটি টিসি বারিধারায় কর্মরত ছিলেন কনস্টেবল পদমর্যাদার মাজহারুল।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওই পুলিশ সদস্য এলিফ্যান্ট রোডের ঢাকা মেডিক্যাল কলেজ রোড স্টাফ কোয়ার্টারে সাবলেট হিসেবে থাকতেন। আজ ওই ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিউমার্কেট থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার এসআই মাকসুদুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘খবর পেয়ে আমরা স্টাফ কোয়ার্টারের ৩ নম্বর ভবনের নিচতলা থেকে পুলিশ সদস্যের রুম থেকে তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে নিয়ে আসা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা হচ্ছে গতকাল কোনো একসময় গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’