গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে মেয়র পদে পরাজিত প্রার্থী আজমত উল্লা খানের পরামর্শ চান বলে জানিয়েছেন নগরের বরখাস্তকৃত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
গাসিক নির্বাচনে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান পান ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
ভোটের দিন বৃহস্পতিবার গভীর রাতে বেসরকারিভাবে প্রকাশিত ফলে দেখা যায়, আজমতের চেয়ে ১৬ হাজার ১৯৭টি বেশি ভোট পেয়ে জয়ী হন জায়েদা খাতুন।
নির্বাচনে জয়ী জায়েদা খাতুনকে নিয়ে কীভাবে কাজ করবেন, সে সংক্রান্ত প্রশ্নের জবাবে তার ছেলে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘আমার মা আমার শিক্ষকের মতো। আমার সকল কাজেরই উনি দেখভাল করেছিলেন। সেই হিসাবে আজকে আমি মেয়র নাই, কিন্তু আমার মা মেয়র নির্বাচিত হয়েছে। সে হিসাবে মায়ের এবং এই শহরের যত কাজ আছে, আমি মায়ের সাথে থেকে যতগুলা কাজের সমাধান দরকার…
‘মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় এই গাজীপুরে যেহেতু বাংলাদেশের সবচাইতে বড় সিটি করপোরেশন এবং বিশেষ করে আমাদের এখানে যে আজমত উল্লা খান, আমাদের উনি বড় ভাই, উনিও আছে যেহেতু, আমরা সবার পরামর্শে, যারা যারা এখানে নির্বাচন করেছেন বা যারা যারা রাজনৈতিকভাবে এখানে প্রতিষ্ঠিত, সবার পরামর্শে আমরা গাজীপুরকে একটা নতুন, সুন্দর, আধুনিক শহর করার জন্য চেষ্টা করব।’