হীনম্মন্যতার কারণে একটি গোষ্ঠী উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার জন্য যত রকমের অপপ্রচার চালানো যায় তার সব চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমাদের দেশে কিছু লোক আছে যারা কাজ যত ভালোই হোক কোনো কিছু দেখতে পায় না। হয় তাদের জ্ঞানের অভাব, নয়তো তাদের দুরভিসন্ধি। অথবা প্রতিহিংসাপরায়ণতা।’
সোমবার বিকেলে সদ্যসমাপ্ত ত্রিদেশীয় সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের বিরুদ্ধে অপপ্রচার থাকবেই। রাজনীতি যখন করি, সমালোচনা-বিরোধিতা থাকবে, এটা তো খুব স্বাভাবিক। এটা আছেও। আমাদের কাজ আমরা করে যাচ্ছি।’
‘পদ্মা সেতু দেশের মানুষের সবচেয়ে প্রিয় জায়গা’
সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পদ্মা সেতু দেশের মানুষের সবচেয়ে প্রিয় জায়গা বলে মন্তব্য করেন সরকার প্রধান।
যুক্তরাষ্ট্র সফরকালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের হাতে পদ্মা সেতুর পেইন্টিং তুলে দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ওই সাংবাদিক। এ সময় তিনি বলেন, ‘আমাদের দেশে যে ভালো পেইন্টার আছেন, যারা চমৎকার পেইন্টিং করতে পারেন, সেটা জানানোর জন্য। বিশ্বের কারও যদি পেইন্টিংয়ের প্রয়োজন হয়, আমাদের কাছে যেন চাইতে পারে। পেইন্টিংয়ের বিষয়বস্তুটা (পদ্মা সেতু) এজন্য করা হয়েছে যে, বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় জায়গাটা হচ্ছে পদ্মা সেতু। এটাই, অন্য কোনো উদ্দেশ্য নেই সেখানে।’