বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিরোধী দলশূন্য মাঠ তৈরির কাজ শুরু করেছে সরকার: ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৯ মে, ২০২৩ ১৯:২৯

বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতাসীনরা গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে শুরু করেছে– বিচার বিভাগ, প্রশাসন সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে ব্যবহার করছে তারা। তবে এবার ২০১৮ সালের নির্বাচনের মতো সরকার সুবিধা নিতে পারবে না।’

সরকার বিরোধী দলশূন্য মাঠ তৈরির কাজ শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কারণে গত নির্বাচনের মতো এবারও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা, সন্ত্রাস ও গায়েবি মামলা দেয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারি মাসে আগামী নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচন নিয়ে সরকার আবারও আগের খেলায় মেতে উঠেছে। গতবার তারা হামলা, মামলা, গ্রেপ্তার করে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ভোট করেছিল।

‘ক্ষমতাসীনরা একইভাবে বিরোধী দলকে সম্পূর্ণভাবে মাঠ থেকে সরিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ২০১৮ সালের নির্বাচনের শিডিউল ঘোষণার সময় শুরু করেছিল, এবার তারা সেটা অনেক আগে থেকে শুরু করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘শুধু বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার নয়, তাদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দিয়েছিল, সেগুলোর চূড়ান্ত রায় দেয়ার জন্য দ্রুততার সঙ্গে আইন মন্ত্রণালয় থেকে একটা তালিকা প্রস্তুত করে সে অনুযায়ী বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে এগিয়ে যাচ্ছে।

‘ক্ষমতাসীনরা গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে শুরু করেছে– বিচার বিভাগ, প্রশাসন সব কিছুই নিয়ন্ত্রণে নিয়ে ব্যবহার করছে তারা। তবে এবার ২০১৮ সালের নির্বাচনের মতো সরকার সুবিধা নিতে পারবে না।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কারও কাছে নালিশ করি না। একটা কথা মনে রাখতে হবে, এখানে যেসব দেশের মিশন আছে, কাজ করছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে রুটিন আলোচনা হয়। জাতিসংঘের সঙ্গেও সেই আলোচনা হয়েছে।’

আন্দোলন জমাতে না পারা সংক্রান্ত আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলন একটা ওয়েবের মতো। এটার গতি কখনও ওঠে, কখনও নামে। জনগণের পরিপ্রেক্ষিত বুঝে নিয়েই আন্দোলনটা করতে হয়। যেমন রোজার মাস। আমাদের দেশের বেশিরভাগ মানুষ রোজা রাখে। সে সময়ও আমরা প্রোগ্রাম দিয়েছি। এমনকি রোজায় ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও সমাবেশ হয়েছে। এখন আমাদের শরিকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত পর্যায়ে এসেছি। খুব শিগগির নতুন কর্মসূচি জানতে পারবেন।’

বিএনপি মহাসচিব দাবি করেন, ‘জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে চার্জ গঠন করে সাজা দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার।

‘একইসঙ্গে বিএনপির জাতীয় পর্যায়ের নেতাদের সাজা দিয়ে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করার লক্ষ্যে পুরনো মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রচেষ্টা নতুন করে শুরু হয়েছে।’

এ বিভাগের আরো খবর