শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুতায়িত করে একটি হাতিকে হত্যার ঘটনায় মামলা করেছে বন বিভাগ।
রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ বাদী হয়ে ঝিনাইগাতী থানায় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এ মামলা করেন।
মামলায় ঘাগড়া মোল্লাপাড়ার এলাকার কৃষক নুহু মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়েছে। নুহু মিয়া পলাতক রয়েছেন।
রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় ২৫ থেকে ৩০টি হাতি খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসে। এ সময় হাতিগুলো উপজেলার গারো পাহাড়ের বাকাকুড়া ঢাকাই পট্টিতে নুহু মিয়ার ধান খেতে নামে।
তিনি আরও জানান, অভিযুক্ত নুহু মিয়া হাতির ক্ষতি করতে আগে থেকেই বৈদ্যুতিক তার খেতে ফেলে রাখেন। ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতি মারা যায়।পরে সেখান থেকে বনবিভাগের টহল দল হাতির মরদেহ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, ‘আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’