একাধিক শিক্ষানবিশ আইনজীবী থেকে প্রতারণা করে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
কুমিল্লা র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন সোমবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন।
গ্রেপ্তাররা হলেন, কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড় এলাকার মো. এহতেশামুল হক নোমান এবং তার শ্যালক বুড়িচং উপজেলার বাহেরচর এলাকার জাহিদ হাসান।
মেজর সাকিব বলেন, ‘মার্চ মাসের প্রথমে র্যাব অফিসে একটা অভিযোগ আসে। তাতে উল্লেখ করা হয় কয়েক শিক্ষানবিশ আইনজীবীকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার নাম করে ভূয়া এড পরিচয় দেয়া নোমান ও তার শ্যালক জাহিদ কয়েক ধাপে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়।
‘প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শিক্ষানবিশ আইনজীবীরা তাকে খুঁজে না পেয়ে র্যাব অফিসে অভিযোগ দেয়। পরে প্রযুক্তির সহয়তায় র্যাব রোববার অভিযানে রাতে তাদেরকে গ্রেপ্তার করি।’
গ্রেপ্তারের জিজ্ঞাসাবাদে জানা যায়, এই অর্ধকোটি টাকা হাতিয়ে নিতে ভুয়া অ্যাডভোকেট নোমান ও তার শ্যালক প্রতারণার সব ধাপ পার করে। গ্রেপ্তারের সময় এই দুজনের কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া ভিজিটিং কার্ড, বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র, আইন সম্পর্কিত প্রশ্নপত্র ও উত্তরপত্র, ভুয়া আইডি কার্ড, ভুয়া সার্টিফিকেট, হলফনামা, একটি এটিএম কার্ড, একটি সিটি ব্যাংকের চেকবই, স্ট্যাম্প, কথোপকথনের স্ক্রীনশট, দুইটি পেনড্রাইভ, দুইটি আইনজীবী সম্বলিত মনোগ্রাম, একটি কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি, ৫টি মোবাইল ও নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
রেজাল্ট শীট, কম্পিউটার, পেনইড্রাইভ, খালি স্ট্যাম্প, মনিটর, পেইনড্রাইভ, ভুয়া সার্টিফিকেট, এটিএম, মনোগ্রাম ও নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজনকে আজ দুপুরের মধ্যেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।