নওগাঁর ধামইরহাটে জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষে নারী ও শিশুসহ আহত হয়েছেন ৯ জন।
উপজেলার ধামইরহাট ইউনিয়নের জগদল গ্রামে শুক্রবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের একজন মারাত্মক জখম হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোজাম্মেল হক কাজী নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শুক্রবার বেলা ১১টার দিকে জগদল পূর্বপাড়া গ্রামের মেকানিয়েল টুডু একই গ্রামের প্রতিবেশী লুকাস মুরমুর বসতবাড়ির কিছু অংশ নিজের দাবি করে কাঁটা তারের বেড়া দিয়ে দখল করতে গেলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষে নারী, শিশুসহ মোট নয় জন আহত হয়।
আহতরা হলেন ফিলিমন টুডু,তার মা অমলা হাসদা, তার চাচী এলিজাবেদ হাসদা, ফিলিমনের সম্পর্কিয় চাচা নির্মল বাস্কে। অপর দিকে লুকাস মুরমু পক্ষে তার স্ত্রী অলিম্পিয়া টুডু, তার মেয়ে লুচিয়া মুরমু, ছেলে ফরজেন মুরমু, ছেলের বউ মমিতা সরেন, নাতি জর্জ মুরমু।
এদের মধ্যে ফিলিমন টুডুর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় মারাত্মক জখম হওয়ায় চারটি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া নির্মল বাস্কেও মাথায় দুটি সেলাই দিতে হয়েছে। ফিলিমন টুডুসহ বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
ওসি মোজাম্মেল হক বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধ সংঘর্ষে নারী-শিশুসহ ৯ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেন নি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’