বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো নিয়ে এখনও আবেদন পায়নি আইন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়েই ওই আবেদন জমা আছে, সেখান থেকে আইন মন্ত্রণালয়ে এলেই তা নিয়ে সিদ্ধান্ত হবে।
আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার পর সচিবালয়ে সাংবাদিকদের এতথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে তার পরিবারের সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করেছেন। ওই আবেদনের ওপর আইনি মতামত দিতে তা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
‘ফাইল আইন মন্ত্রণালয়ে এসেছে। আমাদের কাছে এখনও আসেনি। আবেদন আমাদের এখানে এলে, এটি পাওয়ার পরই সিদ্ধান্ত হবে।’
তিনি বলেন, ‘আবেদন আসলে ঠিক করব। এখনও বলতে পারব না, আবেদনে কী আছে। আইন মন্ত্রণালয় থেকে মতামত দিয়ে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হবে। যখন জানব তখন সবাইকে জানাতে পারব।’
আগামী ২৪ মার্চ শেষ হচ্ছে নিবার্হী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ। বিএনপির চেয়ারপারসনের সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য ৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার পরিবারের সদস্যরা।
দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়।
ওই কারাগার থেকে পরে চিকিৎসার জন্য বিএনপি চেয়াারপারসনকে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে তিনি গুলশানের বাসায় যান।