মন্ত্রী বলেন, এখনো কোনো আবেদন পাইনি। আবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেব।
আবেদন পাওয়ার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমনটি জানান।
আগামী ২৪ মার্চ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন করে তার মুক্তির মেয়াদ বাড়ানোর কোনো আবেদন করা হয়েছে কি না বা তাকে কারাগারে নেয়ার কোনো চিন্তা সরকারের আছে কি না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখনো কোনো আবেদন পাইনি। আবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেব। আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।