নরসিংদীর শিবপুরের উপজেলা চেয়ারম্যানকে হত্যাচেষ্টার ঘটনায় এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বৃহস্পতিবার দুপুরে নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই মামলার বাদি গুলিবিদ্ধ চেয়ারম্যান হারুনুর রশীদ খানের ছেলে আমিনুর রশীদ খান তাপসের দেয়া এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মো. শাকিলকে গাজীপুর জেলার কালিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
৩৫ বছর বয়সী শাকিল শিবপুরে মুনসেফেরচর (ইটাখোলা) এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে শাকিলকে আদালতে দেয়া হবে।
জানা যায়, শিবপুর উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ৬ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে শিবপুর থানায় মামলা করা হয়েছে।
এ ঘটনায় পর্যায়ক্রমে পুলিশের অভিযানে শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামের ফরিদ সরকার, আরিফ সরকার ও মহসিন, একই উপজেলার সৈয়দনগর গ্রামের সাব্বির, পূর্ব সৈয়দ নগর এলাকার মনসুর আহমেদ রানা ও সদর কামারগাঁও এলাকার মোমেন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। এরা সবাই কারাগারে আছে। বুধবার রাতে শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার সকালে শিবপুর পৌর শহরের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ নেতা হারুন অর রশিদ খান। তিনজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে পরপর ২টি গুলি ছুঁড়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। তিনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।