ভোট কারচুপির অভিযোগ এনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে।
বুধবার রাতে এই ঘোষণা দেন নীল প্যানেলের সভাপতি প্রার্থী আইনজীবী খোরশেদ মিয়া আলম এবং সম্পাদক প্রার্থী আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।
ঢাকা আইনজীবী সমিতির (২০২২-২০২৩) কার্যকরী কমিটি গঠনের দুই দিনব্যাপী ভোটের প্রথম দিনের ভোট হয়েছে এদিন।
কারচুপির অভিযোগ আনা নেতাদের দাবি, প্রার্থীদের হিসাব অনুযায়ী ভোট কাস্টিং হয়েছে ৪ হাজার ২৩ ভোট। কিন্তু নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী ভোট পড়েছে ৫ হাজার ২৮ ভোট। এক হাজার ৫টি ব্যালট অতিরিক্ত গণনা করা হয়েছে।
তারা বলছেন, নির্বাচন কমিশনের কাছে হিসাব চেয়েও এর কোনো সদুত্তর পাওয়া যায়নি। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা যাচ্ছে না। যে কারণে বৃহস্পতিবার থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তারা।