ছাত্রলীগ গণতন্ত্রের জন্য লড়াই করেছে জানিয়ে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, এ সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় এক বিশেষ কর্মিসভায় তিনি এ কথা বলেন।
‘আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। এই গণতন্ত্রের জন্য আমরা জীবন দিয়েছি। আজকে যারা গণতন্ত্রের ওপর আস্থা না রেখে, বাংলাদেশের মানুষের ভোটের ওপর আস্থা না রেখে, বিএনপি মানুষের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চায়, তাদের গণতন্ত্র নিয়ে তামাশা করতে দেয়া হবে না’, বলেন সাদ্দাম।
‘যারা জাতির পিতার হত্যাকারী, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে, তারা এখনও রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছে। অনেকেই গণতন্ত্রের বেশ ধরে আজকে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। এ দেশে এখনও দুর্নীতিবাজদের পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। যারা খুনের সাজাপ্রাপ্ত আসামি তাদের রাজনীতির কথা বলে বৈধতা দেয়ার চেষ্টা করা হচ্ছে। ছাত্রসমাজ তাদেরকে কখনোই মেনে নেবে না’, যোগ করেন তিনি।
ছাত্রলীগ সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু সাংগঠনিক পরিচয়েই সীমাবদ্ধ না। শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকা-না থাকা প্রশ্নের সঙ্গে বাংলাদেশের মানুষের ভাগ্য জড়িত। আমাদের বাবা-মায়ের স্বপ্ন জড়িত, ঘরের মধ্যে রেখে আসা বোনের নিরাপত্তা জড়িত।’
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহাসহ আরও অনেকে।