নেত্রকোনা সদরে এক গার্মেন্টকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চান মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার ভোর ৬টায় সদর থানার মদন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৩৪ বছর বয়সী চান মিয়া কমলাকান্দা উপজেলার বাসিন্দা।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, গত বছরের ২৭ অক্টোবর রাত ১টার দিকে বান্ধবীর বোনের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকা থেকে বাসযোগে কলমাকান্দা থানার পাবই মোড়ে এসে নামেন ওই গার্মেন্টকর্মী। সেখান থেকে অটোরিকশাযোগে বান্ধবীর বাড়ি যাওয়ার পথে চালক আপেল মিয়া তার সহযোগী চান মিয়াকে গাড়িতে তুলে নেয়।
মেয়েটিকে তারা আপেল মিয়ার বসতঘরে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এক সুযোগে মেয়েটি তার বান্ধবীকে ফোন করে ঘটনাটি জানায়। পরে ওই বান্ধবী লোকজন নিয়ে ঘটনাস্থলে এলে ওরা পালিয়ে যায়। পরদিন মেয়েটি কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
গ্রেপ্তার চান মিয়া ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।