মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ,তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার পাটাভোগ ইউনিয়নের জশুরগাঁও এলাকায় বাড়ির পাশের পুকুরপাড় থেকে বুধবার রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ৬৪ বছর বয়সী সত্যরঞ্জন দত্ত উপজেলার পাটাভোগ ইউনিয়নের জুশুরগাও এলাকার বাসিন্দা। উপজেলার শ্রীনগর বাজার এলাকায় এম রহমান কমপ্লেক্সের সামনে তার একটি গোখাদ্য বিক্রির দোকান রয়েছে।
পরিবারের বরাত দিয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রতিদিন রাত ৭থেকে ৮টার পরপর দোকান বন্ধ করে সত্যরঞ্জন বাসায় ফেরেন। তবে বুধবার তিনি বাসায় না ফেরায় তারা আশপাশে তাকে খুঁজতে বের হলে বাড়ির পাশের পুকুরপাড়ে তার মরদেহ দেখতে পায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, সত্যরঞ্জনের বুকে ৩টি ও পিঠের ডান ও বাম পাশে ২টিসহ মোট ৫টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।