বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুত্রবধূর হাত ধরে ভোটকেন্দ্রে শতবর্ষী জহরা

  • প্রতিনিধি, ঠাকুরগাঁও   
  • ১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:০৩

ঠাকুরগাঁও-৩ আসনের রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দীন জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটাররা নির্বিঘ্নে এসে তাদের ভোট দিচ্ছেন। যেকোনো প্রকার নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। 

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে পুত্রবধূর হাত ধরে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন শতবর্ষী এক নারী।

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভোট দেন তিনি।

১০৫ বছর বয়সী মোছাম্মৎ জহরা রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

ভোট দেয়া নিয়ে জহরা বলেন, ‘ভোটের পরিবেশ ভালো লেগেছে। বাড়ি থেকে পুত্রবধূকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছি।’

ওই সময় সব বয়সী ভোটারের উপস্থিতি দেখা যায় কেন্দ্রে, তবে নারী ভোটারের সংখ্যা ছিল তুলনামূলক বেশি।

পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার স্বাধীন চন্দ্র জানান, এই কেন্দ্রে ভোটার ৬ হাজার ৪৪২। এর মধ্যে পুরুষ ভোটার ৩২০৭ ও নারী ভোটার ৩ হাজার ২৩৫।

এদিকে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হওয়া নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত কোনো বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও-৩ আসনের রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দীন জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটাররা নির্বিঘ্নে এসে তাদের ভোট দিচ্ছেন। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

এ বিভাগের আরো খবর