বিএনপির বর্ষীয়াণ এই নেতার অনিয়মিত হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট ও মূত্রজনিত সমস্যা বেড়ে যাওয়ায় রোববার বেলা আড়াইটার দিকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সদ্য কারামুক্ত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
৩২ দিন কারাভোগের পর গত সপ্তাহে মুক্তি পাওয়ার পর বিএনপির বর্ষীয়াণ এই নেতার অনিয়মিত হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট বেড়ে গেছে। এর পাশাপাশি মূত্রজনিত সমস্যা প্রকট আকার ধারণ করায় রোববার বেলা আড়াইটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
মির্জা আব্বাস বর্তমানে এভারকেয়ার হাসপাতালে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।