বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুক্তি পেয়েছেন অপহৃত ৬ রোহিঙ্গা

  •    
  • ১৫ জানুয়ারি, ২০২৩ ০০:০১

টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি হাসান বারী নুর নিউজবাংলাকে বলেন, ‘অপহরণের শিকার ছয় রোহিঙ্গাকে শনিবার রাত ৮টার দিকে ছেড়ে দেয়া হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। মুক্তিপণ দিতে হয়েছে কি না সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য জানতে পারিনি।’

কক্সবাজারের টেকনাফ থেকে অপহরণের শিকার ৬ রোহিঙ্গা মুক্তি পেয়েছেন। অপহরণের পর তাদের প্রত্যেকের পরিবারের কাছে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ চাওয়া হয়েছিল। তবে মুক্তি পাওয়ার জন্য তাদের মুক্তিপণ দিতে হয়েছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অপহরণের শিকার হন ওই ৬ রোহিঙ্গা। শনিবার রাত ৮টার দিকে তারা মুক্তি পেয়েছেন। অপহরণের শিকার ছয় জন ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা হলেন- ফরোয়াজ, জোহার, নুর, নুরুল হক, জাহিদ হোসেন ও ইদ্রিস।

টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি হাসান বারী নুর নিউজবাংলাকে বলেন, ‘অপহরণের শিকার ছয় রোহিঙ্গাকে শনিবার রাত ৮টার দিকে ছেড়ে দেয়া হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।’

মুক্তিপণ দিতে হয়েছে কি না জানতে চাইলে হাসান বারী বলেন, ‘আমরা এখনও এ বিষয়ে স্পষ্ট তথ্য জানতে পারিনি। ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

এর আগে শনিবার দুপুরে ১৬ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার পর চোরাইপথে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুলের ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের অপহরণ করা হয়। স্থানীয় এক ব্যক্তি কাজ দেয়ার কথা বলে অজ্ঞাত স্থানে নিয়ে তাদের জিম্মি করে রাখে। রাত সাড়ে ১২টার পর তাদের পরিবারের কাছে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।

টেকনাফ এলাকায় সাম্প্রতিক সময়ে এ রকম অপহরণের ঘটনা বেড়েছে। ৮ জানুয়ারি ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় খেত পাহারা দেয়ার সময় চার কৃষককে অপহরণ করা হয়। তাদের পরিবারের কাছে মোট ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে ৬ লাখ টাকা দিয়ে তিনজন মুক্তি পান বলে জানান স্থানীয় চেয়ারম্যান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য বলছে, গত চার মাসে টেকনাফে ৩১ জন অপহরণের শিকার হয়েছেন। তাদের মধ্যে স্থানীয় বাঙালি ২০ জন, বাকি ১১ জন রোহিঙ্গা।

এ বিভাগের আরো খবর