রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়া সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন।
শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ৫০ বছর বয়সী মোহাম্মদ পলাশ ও ৩৭ বছর বয়সী মোহাম্মদ মুমিন মিয়া। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রাণ হারানো মাছ ব্যবসায়ী পলাশের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উড়পাড়া গ্রামে। নিহত মমিন মিয়া ওই অটোরিকশার চালক, যার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দয়াকান্দায়।
দুর্ঘটনায় আহত দুজন হলেন ৩৬ বছর বয়সী শাহ আলী ও ৪০ বছরের সুমন, যারা মাছ ব্যবসায়ী।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালমান বলেন, ভোরে নারায়ণগঞ্জ থেকে অটোরিকশায় করে ঢাকায় আসছিলেন তিনজন। পথে দনিয়া কলেজের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায় অটোরিকশাটি, যাতে চালকসহ চার আরোহী গুরুতর আহত হন।
তিনি জানান, আহত চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মমিন ও পলাশকে মৃত বলে জানান। চিকিৎসাধীন সুমন ও শাহ আলীর অবস্থা আশঙ্কাজনক।
এসআই আরও জানান, হতাহত চারজন যাত্রাবাড়ীর আড়ত থেকে মাছ কিনতে এসেছিলেন।