গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে গাছের সঙ্গে বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেয়া নারীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় তার দেবরকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বুধবার সকাল সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ সুফিয়া বেগমের মৃত্যু হয়।
এ ঘটনায় ঢাকার কদমতলা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান অভিযুক্ত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য লিয়াকত মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম জানান, মঙ্গলবার দুপুরে ওই নারীর ভাই আখতার হোসেন কাশিয়ানী থানায় লিয়াকতসহ দুজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও দুই-তিনজনের নামে মামলা করেন।
তিনি জানান, ঘটনার পরপরই কাশিয়ানী থানা পুলিশ লিয়াকতকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। ঘটনার সাড়ে ৮ ঘণ্টার মধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, রাতেই কাশিয়ানী থানায় আনা হয় লিয়াকতকে। বুধবার তাকে গোপালগঞ্জের আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।