সরকারের চার বছর পূর্তির দিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের টানা তৃতীয় আমলের উন্নয়ন, অগ্রগতি তুলে ধরেছেন। সেই সঙ্গে বিএনপি-জামায়াত জোট সরকারের শেষ বছরের সঙ্গে বর্তমান সময়ের একটি তুলনাও করেছেন।
শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে বর্ষপূর্তিতে কয়েকটি বিষয়ে আলোকপাত করে জনগণের স্মৃতিকে নাড়া দিতে পুরনো প্রসঙ্গ তুলে ধরার কথা উল্লেখ করেন তিনি। বলেন, ‘আমরা কী দিয়েছি বিচার বিশ্লেষণ করুন।’
শেখ হাসিনা জানান, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫-৬ অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল ৫৪৩ ডলার। সেটি বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮২৪ ডলারে। ২০০৫-০৬ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৪১ দশমিক ৫ শতাংশ। বর্তমানে তা ২০ কমে দাঁড়িয়েছে শতাংশ।
সে বছর দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৪-শূন্য শতাংশ। করোনা মহামারির আগে ২০১৯-২০২০ অর্থবছর তা বেড়ে দাঁড়িয়েছিল ৮ দশমিক এক-পাঁচ শতাংশে। ২০০৫-০৬-এ জিডিপির আকার ছিল ৬০ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরে সেটি সাত গুণেরও বেশি বেড়ে হয়েছে ৪৬০ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।
২০০৫-০৬ অর্থবছরে বাজেটের আকার ছিল ৬১ হাজার ৫৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। বিএনপি-জামায়াতের শেষ অর্থবছরে পণ্য রপ্তানি খাতে আয় হয়েছিল ১০ দশমিক পাঁচ-দুই বিলিয়ন ডলার। ২০২১-২০২২ অর্থবছর তা বেড়ে দাঁড়ায় ৫২ দশমিক শূন্য-আট বিলিয়ন ডলারে।
২০০৫-০৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ৪ দশমিক আট-শূন্য বিলিয়ন ডলার। ২০২১-২০২২ অর্থবছরে বিদেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ২২ দশমিক শূন্য-সাত বিলিয়ন ডলার। ২০০৫-০৬ অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল সাড়ে ৩ বিলিয়ন ডলার। ২০২১ সালের মাঝামাঝি সময়ে তা ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়।
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও মূল্যস্ফীতির কারণে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় বর্তমানে রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে নেমেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এই রিজার্ভ ৫ মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট।
শেখ হাসিনা জানান, ২০০৫-০৬ সময়ে শিশুমৃত্যুর হার ছিল প্রতি হাজারে ৪৫ জন। বর্তমানে তা নেমে এসেছে ২২ জনে। গড় আয়ু সাড়ে ৬৪ বছর থেকে বেড়ে হয়েছে ৭৩ বছর। সাক্ষরতার হার ৪৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭৫ দশমিক ২ শতাংশ হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার তখন ছিল ৭১ শতাংশ, এখন তা বেড়ে হয়েছে ৯৯ শতাংশ।
জোট সরকারের শেষ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ ছিল ৩৭৩ কোটি টাকা। ২০২২-২০২৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা। ২০০৫-০৬ অর্থবছরে কৃষি খাতে ভতুর্কি দেয়া হয় ৫৯২ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছর কৃষি খাতে মোট ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা।
২০০৫-০৬ অর্থবছরে দেশে চাল উৎপাদন হয়েছিল ১ কোটি ৭৯ লাখ টন। ২০২১-২২ অর্থবছরে চাল, গম, ভুট্টা মিলিয়ে উৎপাদন দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ৮৮ হাজার টন। বিএনপি-জামায়াত জোটের শেষ বছর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল মাত্র ৩ হাজার ৬০০ মেগাওয়াট। সেটি বেড়ে হয়েছে ২৫ হাজার ৮২৬ মেগাওয়াট।
সে সময় বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর হার ছিল ৪৫ শতাংশ। ২০২২ সালে শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। শেখ হাসিনা বলেন, ‘সব ঘর আলোকিত করেছি।’
সারাদেশে যোগাযোগ অবকাঠামো গড়ে তুলতে সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। কৃষিক্ষেত্রে সরকারের উদ্যোগও তুলে ধরেন তিনি। বলেন, ‘প্রায় ২ কোটি ১০ লাখ কৃষককে কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান করা হয়েছে। ১ কোটি কৃষক ১০ টাকা দিয়ে ব্যাংক একাউন্ট খুলেছেন।’
ভর্তুকির টাকা সরাসরি ব্যাংকে জমা হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সেচের জন্য সুলভমূল্যে বিদ্যুৎ এবং কৃষিযন্ত্র ক্রয়ে ৭০ শতাংশ ভর্তুকি পাচ্ছেন।’
বাংলাদেশ মাছ, মাংস ও ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম। বিশ্বে বাংলাদেশ ধান উৎপাদনে তৃতীয়, পাট ও স্বাদু পানির মাছ উৎপাদনে দ্বিতীয়।
১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলায় সরকারের চেষ্টার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ‘ইতোমধ্যেই অনেকগুলি অঞ্চলে দেশি-বিদেশি কোম্পানি বিনিয়োগ শুরু করেছে। কৃষি পণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।’
কৃষি উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করার লক্ষ্যে অনাবাদি জমি চাষের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, ‘স্থানীয় পর্যায়ে কোল্ডস্টোরেজ স্থাপন ও ফসল প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা নেয়া হবে।’
‘আমার গ্রাম-আমার শহর কর্মসূচি’ বাস্তবায়নের মাধ্যমে গ্রামের জনগণকে শহরের সব নাগরিক সুবিধা পৌঁছে দেয়ার কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন,‘গ্রামেও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে গেছে।’
তিনি জানান, ৩৫ লাখেরও বেশি মানুষকে বিনামূল্যে জমিসহ ঘর দেয়া হয়েছে, ২ কোটি ৫৩ লাখ শিক্ষার্থীকে বৃত্তি-উপবৃত্তি দেওয়া হচ্ছে।
‘আমরা কী দিয়েছি বিচার বিশ্লেষণ করুন’
২০০৯ সাল থেকে একটানা ১৪ বছর আওয়ামী লীগ সরকার দেশ এবং দেশের জনগণকে কী দিতে পেরেছে, তার বিচার-বিশ্লেষণ করতেও জনগণের প্রতি অনুরোধ রাখেন প্রধানমন্ত্রী। বলেন, ‘বর্ষপূর্তিতে আমি শুধু কয়েকটি বিষয়ে আলোকপাত করে আপনাদের স্মৃতিকে নাড়া দিতে চাই।’
২০০৯ সালে আমরা যখন সরকার পরিচালনার দায়িত্ব নেন, তখন বিশ্বব্যাপী মন্দা থাকার বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ছিল আকাশচুম্বী, অন্যদিকে মানুষের ক্রয়ক্ষমতা ছিল নিম্নমুখী।
‘বিদ্যুতের অভাবে দিনের পর দিন লোডশেডিং চলত। গ্যাসের অভাবে শিল্পকারখানার মালিকেরা যেমন হাহাকার করত, তেমনি চুলা জ্বলত না মানুষের বাড়িতে। সারসহ কৃষি উপকরণের উচ্চমূল্য এবং জ্বালানি তেলের অভাবে কৃষকের নাভিশ্বাস উঠেছিল। এমনি এক অর্থনৈতিক দুরবস্থার মধ্যে আমরা সরকার পরিচালনার দায়িত্ব নেই।’
শেখ হাসিনা জানান, ভোটের আগে দেয়া ইশতেহারের আলোকে তারা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নকে এগিয়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করেন। স্থবির অর্থনীতিকে সচল করতে কৃষি, জ্বালানি, বিদ্যুৎসহ কয়েকটি খাতকে অগ্রাধিকার দিয়ে আমরা কাজ শুরু করেন।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে বেশ কয়েকটি ছোট বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা, রাসায়নিক সারের দাম কমিয়ে দেয়া এবং প্রতিটি খাতে আমরা পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগের কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনার সুফল জনগণ আজ পেতে শুরু করেছে। আজ দেশের শতভাগ মানুষ বিদ্যুতের আওতায়। নিজস্ব গ্যাস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বর্ধিত চাহিদা মেটানোর জন্য আমরা এলএনজি টার্মিনাল স্থাপন করে এলএনজি আমদানির ব্যবস্থা নিয়েছি। প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আজ মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত পরিবারে গ্যাসের চুলায় রান্না হয়।’
নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, মেট্রোরেল উদ্বোধনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘কিছুদিনের মধ্যেই শুধু বাংলাদেশেই নয়, চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার প্রথম পাতাল সড়কপথ- বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের মাধ্যমে আরেকটি মাইলফলক স্থাপিত হবে। পাবনার ঈশ্বরদীর রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে।’
‘পণ্যমূল্য বেড়েছে ইউক্রেন যুদ্ধের কারণে’
২০২০ সালের শুরুতে বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার পর অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও এক গভীর অর্থনৈতিক সংকটে পড়ার স্মৃতিচারণও করেন শেখ হাসিনা। বলেন, সরকারের সময়মত উদ্যোগ গ্রহণের ফলে ভালোভাইে সেই মহামারি মোকাবিলা করা গেছে।
রাশিয়া-উইক্রেন যুদ্ধের কারণে বিশ্বে নতুন যে সংকট সেটিও উঠে আসে প্রধানমন্ত্রীর ভাষণে। তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলোর এবং রাশিয়ার পাল্টাপাল্টি অবরোধের ফলে খাদ্য, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে। বেড়েছে পরিবহন খরচ। ফলে আমাদের দেশেও জিনিসপত্রের দাম বেড়েছে। আমরা কয়েকটি পণ্য বেশি দামে কিনে স্বল্পদামে সীমিত আয়ের মানুষের মধ্যে বিতরণ করছি।
‘এক কোটি পরিবার টিসিবি’র ফেয়ার প্রাইজ কার্ডের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল ও সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেল, ডাল ও চিনি ক্রয় করতে পারছেন। ৫০ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল কিনতে পারছেন। অসহায় মানুষদের ভিজিডি ও ভিজিএফ-এর মাধ্যমে ৩০ কেজি করে চাল প্রতিমাসে বিনামূল্যে দেওয়া হচ্ছে। হিজড়া, বেদে, মান্তা, দলিত, হরিজন, কুষ্ঠরোগীসহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের জন্য পুর্নবাসন কর্মসূচি গ্রহণ করেছি আমরা।’