বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোটালীপাড়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

  •    
  • ৬ জানুয়ারি, ২০২৩ ১২:৩৫

গতকাল সকালে রাজেন বৈরাগীর ছেলে আশিষ বৈরাগী বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে চাচা পরিমল বৈরাগী বাধা দেন। এ সময় দুজনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আশিষ বৈরাগী লাঠি দিয়ে তার চাচা পরিমল বৈরাগীর মাথায় আঘাত করেন। তিনি গুরুতর আহত হন।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন।

উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ণখানা গ্রামে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার ভোর রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আহত চাচা পরিমল বৈরাগী মারা যান।

এলাকাবাসীর থেকে জানা যায়, নারায়ণখানা গ্রামের রাজেন বৈরাগীর সঙ্গে তার আপন ভাই পরিমল বৈরাগীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

গতকাল সকালে রাজেন বৈরাগীর ছেলে আশিষ বৈরাগী বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে চাচা পরিমল বৈরাগী বাধা দেন। এ সময় দুজনের কথা-কাটাকাটির এক পর্যায়ে আশিষ বৈরাগী লাঠি দিয়ে তার চাচা পরিমল বৈরাগীর মাথায় আঘাত করেন। তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা পরিমলকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরিমল বৈরাগী মারা যান।

এ বিষয়ে জানার জন্য আশিষ বৈরাগীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরিমল বৈরাগীর মারা যাওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আশিষ বৈরাগী ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পরে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর