বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বালতির পানিতে শিশুর মৃত্যু

  •    
  • ৩০ ডিসেম্বর, ২০২২ ০০:২৬

শিশুটির বাবা আনিসুর বলেন, ‘চকবাজার থানার ইসলামবাগে বউবাজার চৌরাস্তার পঞ্চম তলা ভবনের দ্বিতীয় তলায় আমরা বসবাস করি। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আফিফ সবার অগোচরে হামাগুড়ি দিয়ে বাথরুমে ঢুকে পড়ে। একপর্যায়ে সে পানিভর্তি বালতিতে পড়ে যায়।’

পুরান ঢাকার চকবাজারে বালতির পানিতে পড়ে আফিফ আহমেদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা আনিসুর বলেন, ‘চকবাজার থানার ইসলামবাগে বউবাজার চৌরাস্তার পঞ্চম তলা ভবনের দ্বিতীয় তলায় আমরা বসবাস করি। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাদের একমাত্র ছেলে আফিফ সবার অগোচরে হামাগুড়ি দিয়ে বাথরুমে ঢুকে পড়ে।

‘কখন যে সে পানিভর্তি বালটিতে পড়ে যায় তা আমরা কেউ বলতে পারি না। কিছুক্ষণ পর ওকে না পেয়ে আমরা সবাই খোঁজাখুঁজি করি। একপর্যায়ে দেখতে পাই ওয়াশরুমের দরজা খোলা এবং বালতিতে সে উপুড় হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর