মহান বিজয় দিবস উপলক্ষে মিছিল বের করেছে বিএনপি, যাতে অংশ নিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক থেকে শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে এ মিছিল বের হয়।
বিজয় মিছিল উপলক্ষে জুমার নামাজের আগে থেকেই সড়কে বিএনপি ও সমমনা সংগঠনের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বর্ণিল পোশাক পরে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে উপস্থিত হন।
বিএনপি নেতা-কর্মীরা মোড়ে মোড়ে অবস্থান নেয়ায় প্রায় ফাঁকা ঢাকাতেও নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
এক সপ্তাহ আগেও নেতা-কর্মীশূন্য পল্টন এখন বিএনপি নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত। তাদের কেউ কেউ ভুভুজেলা বাঁশি বাজান। বাদ্যযন্ত্রের তালে তালে অনেকেই নেচে-গেয়ে অংশ নেন মিছিলে।
বিজয় দিবসের মিছিল হলেও এখান থেকে খালেদা জিয়ার মুক্তিসহ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে স্লোগান দেয়া হয়। বর্তমান সরকারের পদত্যাগের দাবিও জানানো হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি মালিবাগ মোড় হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হবে।
মিছিল শুরুর আগে ছোট পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হক, দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দপ্তরে সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খানসহ অনেকে মিছিলে উপস্থিত রয়েছেন।