পুলিশ জানায়, বাংলাবান্ধা থেকে বগুড়ায় যাচ্ছিল যাত্রীবাহী বিআরটিসির একটি বাস। পঞ্চগড় থেকে ছেড়ে আসা সাদমান নামে একটি বাস ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারালে বিআরটিসির বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
পঞ্চগড়ের সদর উপজেলায় ঘন কুয়াশার মধ্যে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
উপজেলার সাতমেরা ইউনিয়নের দশমাইল ফুলতলায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে বগুড়ায় যাচ্ছিল যাত্রীবাহী বিআরটিসির একটি বাস। পঞ্চগড় থেকে ছেড়ে আসা সাদমান নামে একটি বাস ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারালে বিআরটিসির বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে গিয়ে দুই যাত্রীবাহী বাসের অন্তত ২০ যাত্রী আহত হন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, তেঁতুলিয়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।