গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় দম্পতিসহ সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজন হলেন গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের শামীম মিয়া, তার স্ত্রী শিমু সরকার, শামীমের খালাতো ভাই শাকিল মিয়া ও অটোরিকশাচালক সোহেল মিয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশা ভাড়ায় নিয়ে রংপুরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন তিনজন। পথে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী শানে খোদা পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।
তিনি জানান, দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুজন গুরুতর আহত হন। তাদের প্রথমে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় অটোরিকশাচালক সোহেল মিয়ার।
ওসি আরও জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পলাতক বাসচালককে আটকের চেষ্টা চলছে।