রাজধানীর যাত্রাবাড়ীতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত ১৭ বছর বয়সী সুমাইয়া হাওলাদার মৃধাবাড়ির কাজিরগাঁওয়ের একটি টিনশেড ঘরে থাকতেন। সেখান থেকেই মরদেহ উদ্ধার হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন আলী জানান, মরদেহ ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। তার স্বামী পলাতক।
তিনি জানান, পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।
এদিকে নিহত সুমাইয়ার মা আফরোজা বেগম তার মেয়ের জামাই হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ের সঙ্গে দীর্ঘদিন প্রেম ছিল হুমায়ুনের। তারপর চার মাস আগে আমার মেয়েকে নিয়ে সে পালিয়ে বিয়ে করে। তার পরও আমি বিষয়টা মেনে নিয়েছি।
‘এরপর বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য চাপ দিত সে। আমার মেয়কে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। আমার মেয়ে আত্মহত্যা করেনি। ওকে মারধর করার পর অসুস্থ হলে তার স্বামী তাকে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।’
তিনি জানান, তাদের বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জোড়া খালি গ্রামে। সুমাইয়ার বাবার নাম নুর ইসলাম।