জামায়াতে ইসলামির আমির শফিকুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে কুমিল্লায় দলটির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ওই মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় নগরীর টমসমব্রিজ এলাকা বের হওয়া বিক্ষোভ মিছিলটি পুলিশ আসার খবর পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়।
আটক দুজন হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার রঘুরামপুর এলাকার মো. রবিউল ইসলাম ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার আকসিনা গ্রামের মো. নুরুল আমিন।
মঙ্গলবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ওসি আহম্মদ সানজুর মোর্শেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিকেল ৩টার পর হুট করে জামায়েত শিবিরের লোকজন মিছিল বের করে। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে দুজনকে আটক করি।’