বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের গ্রেপ্তার হওয়ায় দলটির ভারপ্রাপ্ত আমির নিযুক্ত হয়েছেন সাবেক এমপি মুজিবুর রহমান। সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় আমীরে জামায়াত শফিকুর রহমানকে তার নিজ বাসা থেকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে পলিশ। ১৩ ডিসেম্বর তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। রাষ্ট্রপক্ষ জিজ্ঞাসাবাদের নামে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে, যা উচ্চ আদালতের নির্দেশনার পরিপন্থী।
বিবৃতিতে মুজিবুর রহমান আরও বলেন, আমিরে জামায়াত শফিকুর রহমানের বিরুদ্ধে যে সব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কোনো গোপন সংগঠনের সঙ্গে তার কোনো সম্পর্ক, সংশ্লিষ্টতা নেই। জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে রাজনীতি করে। ডা. শফিকুর রহমানের সকল তৎপরতা প্রকাশ্য। তিনি বিগত বন্যায় সিলেটসহ সারা দেশে বন্যার্তদের মাঝে ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়েছেন। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক আর্থিক ও ত্রাণ সহায়তা এবং গৃহ সামগ্রীসহ ব্যাপক পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করেন তিনি। পঞ্চগড়ের নৌকাডুবিতে নিহত অমুসলিমদের পাশে তিনি আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন। তার এ সকল মানবিক ও সামাজিক ত্রাণ তৎপরতা জাতীয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে।
ভারপ্রাপ্ত আমির বলেন, ‘১০ ডিসেম্বর কর্মসূচি ঘোষণার পর আন্দোলনকে বাধাগ্রস্ত এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই তাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, গ্রেপ্তার, হয়রানি, জেল-জুলুম ও নির্যাতন চালিয়ে জনগণের আন্দোলন দমানো যাবে না। আমরা রিমান্ড বাতিল করে অবিলম্বে আমীরে জামায়াত শফিকুর রহমানের মুক্তির দাবি করছি।'
রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. শফিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন।