বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শত্রুতা, এক রাতে ৪০০ আমগাছ নিধন

  •    
  • ১২ ডিসেম্বর, ২০২২ ২৩:২২

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘ছোট-বড় মিলিয়ে প্রায় ৪০০ গাছ কেটে ফেলা হয়েছে। এটি খুবই জঘন্য একটি কাজ। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, প্রতিপক্ষ সংঘবদ্ধ হয়ে কাজটা করেছে। তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

রাজশাহীর বাঘায় এক রাতে ১৬ চাষির ৪০০ আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

রোববার রাতে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গাছের মালিকদের একজন সাধন কুমার প্রামাণিক বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন।

পুলিশ বলছে, ঘটনাটি দুঃখজনক। তদন্ত চলছে। পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার সকালে আমগাছ কাটার দৃশ্য দেখে দিশাহারা হয়ে পড়েন হাবাসপুর গ্রামের চাষিরা। চাষি আবু সামা জানান, তার ১৮ বছর বয়সী ২৮টি গাছ করাত দিয়ে কেটে ফেলা হয়েছে। হাবাসপুর গ্রামে এক রাতে আরও ১৫ চাষির ৪০০ আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, উপজেলার হাবাসপুর আমবাগানসমৃদ্ধ এলাকা। এই গ্রামের বেশির ভাগ জমিতে আমগাছ রয়েছে। বাড়ির আঙিনায়ও রয়েছে আমগাছ। যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো অপেক্ষাকৃত নিচু এলাকায় লাগানো। আগে এই জমিতে শুধু ধান চাষ হতো। সম্প্রতি সেখানে আমগাছ লাগানো হয়েছে।

এ ঘটনায় চাষি সাধন কুমার প্রামাণিক বাদী হয়ে সোমবার সকালে বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে এজাহারে তিনি কারও নাম উল্লেখ করেননি।

হাবাসপুর গ্রামের প্রবীর সরকার জানান, তার প্রায় ১৮ বছর বয়সী ১৮টি আমগাছ কেটে ফেলা হয়েছে।

নিপেন্দ্রনাথ প্রামাণিক জানান, তার তিন ভাইয়ের ১৮টি গাছ কাটা হয়েছে। তাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। প্রায় ১৭ বছর বয়সী গাছগুলোর কোনোটিতে চার মণ, কোনোটিতে পাঁচ মণ আম হতো। সকালে মাঠে গিয়ে দেখেন, বাগানের ১৮টি গাছ গম ক্ষেতের মধ্যে পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে গেছে।

সাধন কুমার প্রামাণিকের ১৫টি আর ছোট ভাই রিপনের ১৫টি গাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলোর বয়স ১৬-১৭ বছর। প্রতিটি গাছে প্রায় পাঁচ মণ করে আম ধরত।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে।

ওসি বলেন, ‘ছোট-বড় মিলিয়ে প্রায় ৪০০ গাছ কেটে ফেলা হয়েছে। এটি খুবই জঘন্য একটি কাজ। এটা অমানুষের মতো কাজ হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, প্রতিপক্ষ সংঘবদ্ধ হয়ে কাজটা করেছে। তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর