বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সমস্যা পাইলসের অস্ত্রোপচার জিহ্বায়

  •    
  • ১০ ডিসেম্বর, ২০২২ ১০:৫৯

অভিযুক্ত চিকিৎসক জামাল সালেহ উদ্দিন বলেন, ‘আমার ভুল হয়েছে। তবে এতে শিশুর কোনো ক্ষতি হবে না। শিশুর পরিবারকে তিাদের দাবি অনুযায়ী ক্ষতিপূরণ দেব।’

লক্ষ্মীপুরে পাইলসের সমস্যায় অস্ত্রোপচারের পরিবর্তে আরিয়ান নামে দুই বছরের এক শিশুর জিহ্বায় অপারেশনের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ওই শিশুর স্বজনের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বাগবিতণ্ডা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের ডা. আউয়াল শিশু সার্জারি সেন্টার ও জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

সদর উপজেলার টুমচর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন ও লিপি আক্তারের ছেলে আরিয়ান।

লিপি জানান, আরিয়ানের পাইলস সমস্যা নিয়ে তারা হাসপাতালে আসেন। চিকিৎসক জামাল সালেহ উদ্দিনকে দেখানোর পর তিনি অস্ত্রোপচার করার কথা বলেন। শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতালে আরিয়ানকে ভর্তি করা হয়। বিকেলে আরিয়ানকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। কিছুক্ষণ পর তাকে অপারেশন থিয়েটার থেকে বের করে নার্সরা বেডে এনে রাখে৷ এ সময় তারা জানান, শিশুর জিহ্বার সফল অস্ত্রোপচার হয়েছে।

লিপি বলেন, ‘এ কথা শুনে আমার জ্ঞান হারানোর মতো অবস্থা। আমরা বাচ্চার তো জিহ্বায় কোনো সমস্যা ছিল না। তার পাইলসের সমস্যা।’আরিয়ানের স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বাগবিতণ্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরিয়ানের বাবা নিজাম চিকিৎসকের বিচারসহ ক্ষতিপূরণ দাবি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক জামাল সালেহ উদ্দিন তার ভুল হয়েছে বলে স্বীকার করেন। তিনি বলেন, ‘আমার ভুল হয়েছে। তবে এতে শিশুর কোনো ক্ষতি হবে না। শিশুর পরিবারকে তাদের দাবি অনুযায়ী ক্ষতিপূরণ দেব।’

সিভিল সার্জন ডা. আহমেদ কবির বলেন, ‘একজন চিকিৎসকের এ ধরনের ভুল অস্ত্রোপচার উচিত নয়। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর