বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া; ককটেল বিস্ফোরণ

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২২ ২৩:৪৮

আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের কমিটিতে পদ পাওয়া ও পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের টাউন হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে দুপুরে কলেজ চত্বরে কমিটিতে পদ পাওয়া ও পদবঞ্চিতরা কর্মসূচি পালন করতে চাইলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি শেখ সজলকে আহ্বায়ক ও ওমর ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এতে পদবঞ্চিত একটি পক্ষ বিক্ষুব্ধ হয়ে ওঠে।

এর মধ্যে দুপুরে কমিটিতে পদ পাওয়া পক্ষের নেতা-কর্মীরা ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনের পক্ষে স্লোগান দিচ্ছিলেন। পদবঞ্চিত অন্য পক্ষটি তার বিপক্ষে স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, দেখা দেয় উত্তেজনা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ঘটনার জেরে সন্ধ্যায় শহরের টাউন হল মোড়ে ওই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনের মোবাইল নম্বরে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি। নিউজবাংলার পরিচয় দিয়ে এসএমএস দিলেও সারা দেননি তিনি।

তবে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শেখ সজল বলেন, ‘নেতারা যাচাই-বাছাই করেই কমিটি দিয়েছেন। এতে পদবঞ্চিতদের ক্ষোভ থাকতে পারে। তবে আমাদের কোনো নেতা-কর্মী ককটেল বিস্ফোরণে জড়িত না।’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘কলেজ চত্বরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে শহরের টাউন হল মোড়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে সেখানেও পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।’ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর