বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তথ্য না দেয়ায় নিবন্ধিত ১৪টি দলকে ইসির শো-কজ

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২২ ১৭:১৯

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘ইসির চাহিদা অনুযায়ী ২১টি রাজনৈতিক দল তথ্য দিয়েছে। সময় চেয়েছে চারটি দল। ১৪টি দল সময়মতো তথ্য দেয়নি। যেসব দল সময় চেয়েছে তাদেরকে আমরা সময় দিয়েছি এক মাস। আর যারা দেয়নি তারা কেন দেয়নি তার কারণ জানতে চাওয়া হয়েছে ১৫ দিনের মধ্যে।’

নিবন্ধনের শর্তগুলো মেনে চলছে কি না তা যাচাইয়ে নির্বাচন কমিশনের চিঠির জবাব না দেয়ায় ১৪টি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলগুলোকে কারণ দর্শানোর জন্য ১৫ দিন সময় দেয়া হয়েছে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বুধবার নির্বাচন কমিশনার মো. আলমগীর এ তথ্য জানান। তিনি বলেন, ‘এ সংক্রান্ত একটি চিঠি আজই (বুধবার) সংশ্লিষ্ট দলগুলোর কাছে পাঠানো হবে।

মো. আলমগীর বলেন, ‘ইসির চাহিদা অনুযায়ী ২১টি রাজনৈতিক দল তথ্য দিয়েছে। সময় চেয়েছে চারটি দল। আর ১৪টি দল সময়মতো তথ্য দেয়নি।

‘যেসব দল সময় চেয়েছে তাদেরকে আমরা সময় দিয়েছি এক মাস। আর যারা দেয়নি তারা কেন দেয়নি তার কারণ জানতে চাওয়া হয়েছে ১৫ দিনের মধ্যে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে ইসি সচিবালয় থেকে জানানো হয়েছে যে দুটি রাজনৈতিক দল সময় শেষ হওয়ার পর তথ্য জমা দিয়েছে। তবে চিঠি ১৪টি দলের কাছেই যাচ্ছে।’

রাজনৈতিক দলগুলো নিবন্ধনের শর্ত মেনে চলছে কি না, সে বিষয়ে তাদের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়। ১৩ অক্টোবর পাঠানো চিঠিতে ৩০ কর্মদিবসের মধ্যে জবাব চাওয়া হয়।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এর আগে সেপ্টেম্বরের মধ্যে পুরনো দলগুলোর যাচাই-বাছাই শেষ করতে চেয়েছিল। সে হিসেবে এমনিতেই দুই মাস পিছিয়ে তারা। দলগুলোর কাছ থেকে সাড়া না পাওয়ায় আরও পিছিয়ে পড়বে সাংবিধানিক সংস্থাটি।

শর্ত পূরণ করতে না পারা দলগুলোকে ইসি টিকিয়ে রাখতে চায় কি না- এমন প্রশ্নের জবাবে কমিশনার আলমগীর বলেন, ‘বিষয়টি এরকম না। আমরা প্রতিবছর যে তথ্যগুলো চাইব তারা তা দেবে। পরপর তিন বছর তথ্য না দিলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

‘৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ২১টি দল ইসিতে তথ্য জমা দিয়েছে। অন্য দলগুলোর তথ্য জমা না দেয়ার পেছনে নানা কারণ থাকতে পারে। সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি বিদেশে থাকতে পারেন। স্বাক্ষর করতে পারেননি এমনও হতে পারে।’

তথ্য না দেয়া এসব দলের নিবন্ধন হুমকির মুখে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নিবন্ধন বাতিল করার জন্য তো এগুলো করা হয় না। তবে আইন অনুযায়ী শর্ত পালনে যদি কোনো দল অবহেলা দেখায় তাহলে তো হবেই। নির্বাচন কমিশনকে তো তখন একটা সিদ্ধান্ত নিতে হয়।’

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে জানতে চাইলে ইসি আলমগীর বলেন, ‘ডকুমেন্টসগুলো যাচাই-বাছাই হচ্ছে। কাজটা সম্ভবত শেষের দিকে। আইনগত দিকগুলো পরীক্ষা করা হচ্ছে৷ সচিবালয় আমাদের কাছে এগুলো উপস্থাপন করবে। ডকুমেন্টস ঠিক থাকলে সেগুলো মাঠ পর্যায়ে ঠিক আছে কি না তা যাচাই-বাছাই করা হবে। যেগুলোর কাগজপত্র ঠিক থাকবে না তাদের নিবন্ধন দেয়ার সুযোগ নেই।’

যে ১৪ দলকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে সেগুলো হলো- কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ও গণতন্ত্রী পার্টি। এগুলোর মধ্যে বাংলাদেশ কল্যাণ পার্টি ও গণতন্ত্রী পার্টি ইসির বেঁধে সময় পেরিয়ে যাওয়ার পর তথ্য জমা দিয়েছে।

এ বিভাগের আরো খবর