ঝালকাঠির রাজাপুর উপজেলায় স্ত্রীর হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ঝালকাঠি সদরে টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন আব্দুল্লাহ আল মইন নামের ওই ব্যবসায়ী।
মইনের অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে অন্যকে নিয়ে তার ওপর হামলা চালাতে চান তার স্ত্রী। ছেলেকে নিয়ে এ জন্য তিনি পালিয়ে বেড়াচ্ছেন।
মইন বলেন, ‘বছর খানেক ধরে কাউখালী উপজেলার ইউনুস আলী হাওলাদারের ছেলে রিয়াজ উদ্দিন হাওলাদারের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলে আমার স্ত্রী আমেনা। আমার আপত্তি সত্ত্বেও সে রিয়াজের সহযোগী কয়েকজনের সঙ্গেও ঘনিষ্টতা গড়ে তোলে। আমি তাকে এসব কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করলে সে আমার সঙ্গে সংসার করতে অনীহা প্রকাশ করে।’
তিনি বলেন, ‘গত ৩১ অক্টোবর আমি বাড়ি থেকে বাইরে গেলে আমেনা, তার প্রেমিক ও সহযোগীদের নিয়ে আমার ঘরের আলমারিতে রাখা নগদ ২ লাখ টাকা, পৌনে ৩ ভরি স্বর্ণালংকার, মূল্যবান মালামালসহ সাড়ে ৪ লাখ টাকার মালামাল এবং ৩ বছরের শিশু পুত্রকে নিয়ে পালিয়ে যায়।’
মইন বলেন, ‘এ ঘটনায় গত ৭ নভেম্বর ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করি। এরপর আমাকে হয়রানি ও নির্যাতন করার উদ্দেশে আমার স্ত্রী ও তার সহযোগীরা কাল্পনিক হামলা-মারধরের নাটক সাজায়। এরপর নিজেকে আহত দেখিয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় সে।
‘তখন থেকে এই চক্রটি আমার বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে জখম করা এবং স্থানীয় এক সম্মানিত স্কুল শিক্ষিকার সঙ্গে আমার কথিত সম্পর্কের অপপ্রচারে লিপ্ত হয়।’
তিনি বলেন, ‘এ কারণে আমার স্ত্রী ও তাদের সহযোগীদের হামলার ভয়ে ৬ বছরে শিশুপুত্রকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছি।’
মইন সংবাদ সম্মেলনে জানান, তিনি ও তার স্ত্রী দুজনেই হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। ২০১৫ সালে শুক্তাগড় গ্রামের সুধির দাসের মেয়ে শেফালী দাসকে বিয়ে করেন তিনি। আগে তার নাম ছিল অপুর্ব কুমার পাল। তাদের ৬ এবং ৩ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে।