চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় একটি ওয়ার্কশপে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানা এলাকার জহুর হকার্স মার্কেটের পাশে জনতা রেফ্রিজারেটর ওয়ার্কশপে শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
মৃত মো. হোসেন ওই ওয়ার্কশপ লাগোয়া সোনালী হোটেলের কর্মচারী। তার বাড়ি ফেনীর দাগনভূইয়ায়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক নয়ন দে বলেন, কম্প্রেসার বিস্ফোরণের পর ওয়ার্কশপ ও হোটেলে আগুন লেগে গেলে মো. হোসেন দগ্ধ হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘আমরা রাত ১২টার দিকে ঘটনাস্থলে যাই। দুটি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে গিয়ে মনে হয়েছে, আগুন লাগার বেশ পরে ফায়ার সার্ভিস তলব করা হয়েছে। এ কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।’