মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজের ৩ দিন পর লাল চান নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার হাসাইল গ্রামসংলগ্ন পদ্মা নদী থেকে শনিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করেন স্বজনরা।
মৃত ৩৬ বছর বয়সী লাল চান একই গ্রামের শহীদ তাঁতির ছেলে। তার ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
নিহতের খালাতো ভাই বাবু হালদার জানান, বৃহস্পতিবার বালুবাহী বাল্কহেডের ধাক্কায় লাল চানের নৌকাটি ডুবে যায়। এতে নিখোঁজ হন তার ভাই। শনিবার সকালে স্বজনরা লাল চানের সন্ধান শুরু করেন। এ সময় নৌকা ও মরদেহ উদ্ধার করেন তারা।
আব্দুল্লাহপুর নৌ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, স্বজনরাই নদী থেকে নিখোঁজ লাল চানের মরদেহ উদ্ধার করেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।