বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

থামা ট্রাকে ট্রাকের ধাক্কায় চালক-হেলপার নিহত

  •    
  • ২৮ নভেম্বর, ২০২২ ১১:২৪

দুর্ঘটনায় নিহত দুজন হলেন ৪০ বছর বয়সী শিলন মিয়া ও ২২ বছর বয়সী সাইফুল ইসলাম। শিলন মিয়া কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বাশআরা গ্রামের সিরাজ শেখের ছেলে ও সাইফুল ইসলাম একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। নিহত শিলন ট্রাকচালক ও সাইফুল চালকের সহযোগী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন।

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এতে ওই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ও চালকের হেলপার (সহযোগী) নিহত হন।

ঘোড়াঘাট উপজেলার গাইবান্ধা মোড়ে রোববার রাত সাড়ে ৩টায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত দুজন হলেন ৪০ বছর বয়সী শিলন মিয়া ও ২২ বছর বয়সী সাইফুল ইসলাম। শিলন মিয়া কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বাশআরা গ্রামের সিরাজ শেখের ছেলে ও সাইফুল ইসলাম একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

নিহত শিলন ট্রাকচালক ও সাইফুল চালকের হেলপার (সহযোগী) হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোজাফফর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ঘোড়াঘাট উপজেলার গাইবান্ধা মোড়ে বালুভর্তি একটি ট্রাককে (বগুড়া-ট-১১-১৯২৩) পেছন দিক থেকে পঞ্চগড় থেকে আসা পাথরবোঝাই আরেকটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২০৯৭) ধাক্কা দেয়। এতে পাথরবোঝাই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনাকবলিত ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যু (ইউপি বা আনইয়ূজুয়াল ডেথ) মামলা করা হয়েছে।

এ বিভাগের আরো খবর