বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কৃষককে হাত-পা বেঁধে মারধর, আটক ২

  •    
  • ২৭ নভেম্বর, ২০২২ ২২:৩৩

গাজীকে মারধরের অভিযোগ স্বীকার করেছেন আবুল কালাম আজাদের পুত্রবধূ হাছনা হেনা। তিনি বলেন, ‘গাজী আমাদের অত্যাচার করছে, তাই তারে বাইন্দা রাইখে কিছু মাইরপিট করা হইছে।’

শেরপুরের ঝিনাইগাতীতে জমির বিরোধের জেরে কৃষককে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার ভিডিও ছড়িয়েছে ফেসবুকে। এরপর পুলিশ গিয়ে তাকে উদ্ধার ও দুইজনকে আটক করে।

ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নের মাধারপুর গ্রামে রোববার সকালে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার কৃষকের নাম আবু রাইহান গাজী।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া এসব নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন ও কৃষক গাজীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকদিন ধরেই প্রতিবেশী মো. শাহজাদা, আবুল কালাম আজাদ ও মো. সামিউলের সঙ্গে গাজীর বিরোধ চলছিল। দুই পক্ষই অপর পক্ষের জমির উপর দিয়ে চলাচল করত। এ নিয়ে তাদের মধ্যে অনেকবার তর্কাতর্কি হয়েছিল। এরই জেরে রোববার প্রতিপক্ষের লোকজন রশি দিয়ে হাত-পা বেঁধে গাজীকে মারধর করে।

গাজীর স্ত্রী রাণী বেগম বলেন, ‘আমার স্বামীরে ওরা ধইরা নিয়া বাইন্দা মাইরপিট করে। কত ডাকচিৎকার পারলো। ওগোরে ডরে কেউ ফিরাবার যাবার সাহস পাই নাই। আমি এর বিচার চাই।’

গাজীর ভাই জালাল জানান ফেসবুকে মারধরের ভিডিও দেখে তিনি ৯৯৯ এ কল দিয়েছিলেন। এরপর পুলিশ গিয়ে গাজীকে উদ্ধার করে।

গাজীকে মারধরের অভিযোগ স্বীকার করেছেন আবুল কালাম আজাদের পুত্রবধূ হাছনা হেনা। তিনি বলেন, ‘গাজী আমাদের অত্যাচার করছে, তাই তারে বাইন্দা রাইখে কিছু মাইরপিট করা হইছে।’

ঝিনাইগাতী হাসপাতালে চিকিৎসাধীন গাজী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছিলেন জানিয়ে চিকিৎসা কর্মকর্তা তাসনুভা হোসেন বলেন, ‘এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।’

ঝিনাইগাতী থানার ওসি মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমরা ঘটনা জানার সঙ্গে সঙ্গে গিয়ে আহত অবস্থায় গাজীকে উদ্ধার করেছি। অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছি।’

এ বিভাগের আরো খবর