চট্টগ্রামের ইপিজেড এলাকায় ৫ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার তদন্তে অগ্রগতি থাকলেও খুঁজে পাওয়া যায়নি তার মরদেহ। শিশুর টুকরা দেহের সন্ধানে তল্লাশি চলছে সাগরপাড় ও আশপাশে। জোয়ার-ভাটায় দেহাংশগুলো হারিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) আসামি গ্রেপ্তারের কথা জানালেও তার স্বীকারোক্তি না মেলায় কিছুটা জটিলতা রয়ে গেছে তদন্তে। গ্রেপ্তার আবির আলীর জবানবন্দি রেকর্ড করাকেই এখন গুরুত্বপূর্ণ মনে করছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। সে ক্ষেত্রে আয়াতের খণ্ডিত মরদেহ উদ্ধার না হলেও তদন্ত অনেকটাই এগিয়ে যাবে বলে মনে করছেন তারা।
সন্দেহভাজন আসামি আবির আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে পেয়েছে পিবিআই। শুক্রবার রাতে মামলা হলেও এজাহারে তার নাম না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে।
শিশু আলিনা ইসলাম আয়াত। ছবি: সংগৃহীত
তদন্তে অগ্রগতি হয়েছে দাবি করে পিবিআই জানায়, শিশু আয়াতকে হত্যার কাজে ব্যবহার করা রক্তমাখা বঁটি ও এন্টি-কাটার উদ্ধার হয়েছে। এর মাধ্যমে ডিএনএ পরীক্ষায় অপরাধ প্রমাণ করা যাবে। প্রয়োজনে ফায়ার সার্ভিসের মাধ্যমে সাগরে মরদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।
পিবিআই পরিদর্শক ইলিয়াস খান বলেন, ‘আমরা দুটি গুরুত্বপূর্ণ ফুটেজ পেয়েছি। যার একটি নেভি গেট এলাকার। রিকশায় করে আবির পলিথিনে মোড়া টুকরা মরদেহ নিয়ে যাচ্ছেন- এমন দৃশ্য আছে সেখানে। আরেকটি ফুটেজ একটি দোকানের। সেখান থেকে আবির বঁটি, স্কচটেপ ও এন্টি-কাটার কিনেছেন।’
তথ্য বিশ্লেষণে তদন্ত কর্মকর্তা জানান, অপহরণ ও হত্যার পর আয়াতের মরদেহ আবির প্রথমে নিয়ে যান তার বাবার বাসায়। তার বাবা আজহারুল ইসলাম এ সময় বাসায় ছিলেন না। সেখান থেকে পলিথিনে প্যাঁচিয়ে কিছুক্ষণ পর মরদেহটি নেয়া হয় আকমল আলী সড়কে আবিরের মায়ের বাসায়।
মাকে কৌশলে আবির পাঠিয়ে দেন আয়াতের বাড়িতে। এরপর ফাঁকা বাসার বাথরুমে নিয়ে আয়াতের মরদেহ খণ্ডিত করে পলিথিনে লুকিয়ে রাখেন। পরদিন সাগরপাড় এলাকা ও স্লুইসগেট নালায় ৬ টুকরা মরদেহ ফেলা হয় বলে আবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন।
আয়াতের বাবা সোহেল রানা শুক্রবার রাতে ইপিজেড থানায় মামলা করেছেন। সেখানে তিনি আসামি হিসেবে আবিরের নাম উল্লেখ করেননি।
এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘পিবিআই একজনকে শনাক্তের পর গ্রেপ্তার করেছে। বাদী সোহেল রানা এজাহার লিখে এনে জমা দিয়েছেন। আমরা তা গ্রহণ করেছি। মামলা হয়েছে, এটা পিবিআই তদন্ত করছে। আসামি পরেও যোগ হতে পারে, এতে তদন্তে সমস্যা হবে না।’
মানসিকভাবে বিপর্যস্ত থাকায় আয়াতের বাবা সোহেল রানা মামলার বিষয়ে কথা বলতে রাজি হননি।
আয়াতের দাদা মঞ্জুর হোসেন বলেন, ‘মামলা করছে সোহেল, ক্যামনে কী করছে জানি না। মামলার সুষ্ঠু তদন্ত চাই। যারে (আবির) পুলিশ ধরেছে, তার আমরা ফাঁসি চাই।’
স্থানীয় মানবাধিকার কর্মী ও আইনজীবী জিয়া হাবিব আহসান নিউজবাংলাকে বলেন, ‘পুলিশ অলরেডি হত্যার আলামত পেয়েছে। রক্তমাখা বঁটি, এন্টি-কাটার- এগুলো তো গুরুত্বপূর্ণ আলামত। আর গ্রেপ্তার করা আসামির স্বীরোক্তিমূলক জবানবন্দি পেলে অপরাধ প্রমাণে তেমন কিছুই লাগবে না।’
গ্রেপ্তার আবিরকে শনিবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন সয়ারের আদালতে হাজির করা হয়। ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তাকে জিজ্ঞাসাবাদে ২ দিনের রিমান্ড দেয়।
গত ১৫ নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলার নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পাশের মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় শিশু আলিনা ইসলাম আয়াত। পরদিন এ ঘটনায় ইপিজেড থানায় নিখোঁজের ডায়েরি করেন তার বাবা সোহেল রানা।
নিখোঁজের ৯ দিন পর পিবিআই সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন আবির আলীকে গ্রেপ্তার করে। আবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়াতকে খুন ও লাশ গুম করার কথা স্বীকার করেছেন বলে দাবি পিবিআই কর্মকর্তাদের।