গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন নিউজবাংলাকে বলেন, ‘সকাল ৯টা ৫ মিনিটে ভবানীপুর এলাকার মোশাররফ কম্পোজিট মিল কারখানায় আগুনের সংবাদ পাই। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।’
গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে একটি পোশাক কারখানার তুলার গুদামে আগুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল ৯টার পরপরই এ ঘটনা ঘটে।
জেলার শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সকাল ৯টা ৫ মিনিটে ভবানীপুর এলাকার মোশাররফ কম্পোজিট মিল কারখানায় আগুনের সংবাদ পাই। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
‘আগুন লাগার কারণ ও হতাহতের কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি।’