বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানববন্ধনে তাজরীন ট্র্যাজেডিসহ শ্রমিক ‘হত্যাকাণ্ডের’ বিচার দাবি

  •    
  • ২৪ নভেম্বর, ২০২২ ১৪:০৪

মানববন্ধনে জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘তাজরীন গার্মেন্টস দুর্ঘটনার ১০ বছর হয়ে গেলেও এখনও ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তার পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। নিহত শ্রমিকের পরিবার ও আহত শ্রমিকদের আজও পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়নি। কারখানা মালিকসহ দোষীদের এখনও শাস্তি নিশ্চিত করতে পারেনি সরকার।’

কর্মস্থলে দুর্ঘটনায় হতাহত সব শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতের পাশাপাশি তাজরীন ট্র্যাজেডিসহ সব শ্রমিক হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে শ্রমিক নিরাপত্তা ফোরাম।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন তাজরীন ফ্যাশনস গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ১০ বছর স্মরণে শ্রমিক অধিকারবিষয়ক সংগঠনটির কর্মসূচিতে বক্তারা এ দাবি জানান। এর আগে সংগঠনটির উদ্যোগে জুরাইন কবরস্থানে তাজরীনের অগ্নিকাণ্ডে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

২০১২ সালের এই দিনে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১১ পোশাকশ্রমিক পুড়ে মারা যান। শতাধিক শ্রমিক আহত হন।

মানববন্ধনে জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘তাজরীন গার্মেন্টস দুর্ঘটনার ১০ বছর হয়ে গেলেও এখনও ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তার পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। নিহত শ্রমিকের পরিবার ও আহত শ্রমিকদের আজও পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়নি। কারখানা মালিকসহ দোষীদের এখনও শাস্তি নিশ্চিত করতে পারেনি সরকার।’

এসময় তাজরীন ট্রাজেডিসহ সব শ্রমিক হত্যাকাণ্ডের বিচার, উপযুক্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি নিরাপদ কারখানা ও কর্মস্থল নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

এছাড়া প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক নির্বিশেষে সব শ্রমিককে শ্রম আইনের আওতায় আনা, ক্ষতিপূরণের জাতীয় মানদণ্ড তৈরি করা, পেশাগত রোগে আক্রান্ত ও দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং হাসপাতালগুলোতে বিশেষ ইউনিট স্থাপন, প্রতিটি শিল্প কারখানায় শ্রমিক কল্যাণ তহবিল গঠন ও কার্যকর করা এবং শ্রম সংক্রান্ত আইন ও বিধি-বিধান লঙ্ঘনকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

এ বিভাগের আরো খবর