বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যশোর থেকে কক্সবাজার উড়ে গেলে তিন রাত হোটেল ফ্রি

  •    
  • ২৩ নভেম্বর, ২০২২ ১৭:৫৬

কক্সবাজারে তিন রাতের হোটেল ফ্রি অফার নিতে হলে দুই জনের রিটার্ন টিকেট কিনতে হবে। তখন তিন রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা রয়েছে। যাত্রীরা কক্সবাজারের সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সি প্যালেসে এই অফারের আওতায় থাকতে পারবেন। তবে হোটেল ভেদে প্যাকেজের মূল্য উঠানামা করবে।

যশোর থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট শুরু করছে বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার। আগামী ৩০ নভেম্বর থেকে রুটটিতে ফ্লাইট শুরু হবে।

ফ্লাইটের টিকিট কিনলে কক্সবাজারে তিন রাতের হোটেল ফ্রি প্যাকেজও ঘোষণা হয়েছে।

সরাসরি ফ্লাইটটি যশোর থেকে প্রতি সপ্তাহে বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টা ৫৫ মিনিটে পৌঁছাবে। কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ছেড়ে যশোরে সকাল ১১টায় পৌঁছাবে। এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯০০ টাকা।

কক্সবাজারে তিন রাতের হোটেল ফ্রি অফার নিতে হলে দুই জনের রিটার্ন টিকেট কিনতে হবে। তখন তিন রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা রয়েছে।

যাত্রীরা কক্সবাজারের সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সি প্যালেসে এই অফারের আওতায় থাকতে পারবেন। তবে হোটেল ভেদে প্যাকেজের মূল্য উঠানামা করবে।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, সিলেট, যশোর এবং আন্তর্জাতিক গন্তব্যে কলকাতা ফ্লাইট পরিচালনা করছে।

বেসরকারি বিমান সংস্থাটির একজন কর্মকর্তা জানান, ঢাকা থেকে কক্সবাজার রুটেও টিকিন কিনলে বিনা মূল্যে হোটেল সুবিধা পাওয়া যাবে।

এ বিভাগের আরো খবর