রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে জেএমবির তিন সদস্যকে যাবজ্জীবন এবং একজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত। সরকারি কৌশলী মো. আকমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার সকাল ১১ টায় লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৮ অক্টোবর পাটগ্রাম উপজেলায় একটি ফার্নিচারের দোকানে জঙ্গী সংগঠন জেএমবির সদস্যরা গোপন বৈঠক শুরু করেন। খবর পেয়ে রংপুর র্যাব-১৩ এর একটি দল সন্ধা ৭ টার দিকে অভিযান শুরু করে। অভিযানে মো. আসাদুজ্জামান ওরফে আপেল কাঠ মিস্ত্রি, মো. শফিক ইসলাম, মো. মোকলেছুর রহমান ও মো. তফিজুল ইসলামকে আটক করা হয়।
এ সময় একটি পিস্তল, একটি শুটার গান, মোবাইল ফোন, ৬০ টি জিহাদী বই ও ৩ শতাধিক লিফলেট উদ্ধার করে।
পরে আসামীদের জেলার পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ শুনানী শেষে আদালত আজ রায় ঘোষনা করেন।
বিচার কার্যক্রম শেষে দুপুর ১২ টার দিকে কঠোর পুলিশ পাহারায় আসামীদের লালমনিহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়।